Home রাজনীতি ৪ মূলনীতিকে সামনে রেখে মানুষের মুক্তির সংগ্রামে অবিচল থাকাতে হবে: শিরিন আকতার

৪ মূলনীতিকে সামনে রেখে মানুষের মুক্তির সংগ্রামে অবিচল থাকাতে হবে: শিরিন আকতার

15

স্টাফ রিপোটার: মার্চের ঐতিহাসিক, বীরত্বপূর্ণ, শোকাবহ ঘটনাবলী স্মরনে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ, ১লা মার্চ ২০২৪ শুক্রবার বিকাল ৫:৩০ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জাসদের কার্যকারী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম। বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল। বক্তব্য রাখেন, জাসদ সহ—সভাপতি আফরোজা হক, বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর হক মুক্তা সম্পাদক, শ্রমিক জোট—বাংলাদেশ সহ—সভাপতি আব্দুর রাজ্জাক, জাসদ ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ইসলাম, ছাত্রলীগ(ন—মা) সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।
জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা পর থেকে ১৬ ডিসেম্বরে বিজয় অর্জিত হওয়ার আগপর্যন্ত মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ, ২ লক্ষ মা—বোনের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্বের ঘটনাবহুল ‘অগ্নিঝরা মাচ’র্ থেকে আমরা ‘মানুষের জীবনকে সুন্দর, উন্নত করে গড়ে তোলার’ সংকল্প—প্রেরণ পাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের এতবছর পর আমাদের আজ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের কষ্ট পেতে দেখতে হয়; বিদ্যুৎ—গ্যাস—জ¦ালানী তেলের দাম বৃদ্ধিতে জনজীবনের বিপর্যস্ত অবস্থা দেখতে হয়।
ডশিরীন আখতার বলেন, অগ্নিঝরা মার্চে মাঠের কর্মীরা—নেতার স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ গঠন করে। তিনি, বাংলাদেশ রাষ্ট্রের ৪ মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কে সামনে মানুষের মুক্তির সংগ্রামে অবিচল থাকার জন্য সকলকে আহবান জানান।