Home সারাদেশ ৩ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

৩ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

25

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: আগত পর্যটকরা কুয়াকাটার সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। কেউ ঘুরে দেখছেন তিন নদীর মোহনা, লেম্বুরবন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতি সহ পর্যটন স্পটগুলো। প্রায় দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে দাড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায় তাই সাপ্তাহিক ছুটি সহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে এসকল পর্যটকের আগমন ঘটেছে। বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
পর্যটক হাফিজুর রহমান জানান, ৩ দিনের ছুটি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে তার পরিবার পরিজনকে নিয়ে কুয়াকাটায় ভ্রমণে এসেছেন। তারা বেশ আনন্দ উল্লাস করেছে। সবক’টি পর্যটন স্পট ঘুরে দেখেছেন। পর্যটক রায়হান বলেন, তার বন্ধুদের সাথে কুয়াকাটায় আসেন। তিনি লাল কাঁকড়ার চরসহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরেছেন দেখেছেন। খুবই ভালো লেগেছে। পদ্মা সেতু চালু হওয়ার পর পরই কুয়াকাটায় পর্যটকদের বেড়ে গেছে বলে দাবী পর্যটন সংশ্লিষ্টদের।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, বৃহস্পতিবার পর্যটক কিছুটা কম থাকলেও শুক্রবার ব্যাপক পর্যটকের সমাগম রয়েছে। বেশির ভাগ হোটেলেই বুকিং রয়েছে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ সাংবাদিকদের জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আজ শুক্রবার কুয়াকাটায় বেশি পর্যটকের আনাগোনা তাই বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিষ্ট পুলিশ টহল বাড়ানো হয়েছে।