Home সারাদেশ নিজ গ্রামে সংবর্ধিত সিংড়ার মেয়ে বিচারপতি ফাহমিদা কাদের

নিজ গ্রামে সংবর্ধিত সিংড়ার মেয়ে বিচারপতি ফাহমিদা কাদের

32

সিংড়া (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান জনাবা ফাহমিদা কাদের নিজ গ্রামে সংবর্ধিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গ্রামে আসেন বিচারপতি ফাহমিদা কাদের। এসময় স্থানীয় বিভিন্ন সংগঠন, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জনাবা ফাহমিদা কাদের দীর্ঘদিন পরে নিজ গ্রাম সিংড়া উপজেলার হুলহুলিয়ায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। পরে স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদ, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়, হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুলহুলিয়া ক্বওমী মাদ্রাসা, বাজার সমিতি, ডায়মন্ড সমিতি, দরিদ্র তহবিল সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ প্রমুখ।

ফাহমিদা কাদেরের বাবা আব্দুল কাদের তালুকদার আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। স্বামী মকবুল আহসান টিটো সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহমিদা বাবার অনুপ্রেরণায় বিচারিক জীবন বেছে নেন। ৩২ বছর ধরে দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন। সফলতার সিঁড়ি বেয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন গতবছর।