Home স্বাস্থ্য ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ লক্ষ ৫৩ হাজার ৯৪৮ জনের ভ্যাকসিন গ্রহণ

২৪ ঘণ্টায় সারাদেশে ৩ লক্ষ ৫৩ হাজার ৯৪৮ জনের ভ্যাকসিন গ্রহণ

26

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩ লক্ষ ৫৩ হাজার ৯৪৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ১ লাখ ৪৯ হাজার ৯১৪ জন ।এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২ লাখ ৪ হাজার ৩৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।

আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৯৬ হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত সিনোফার্মের মোট প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৭১ লাখ ৩১ হাজার ৪০৮ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৩৭৫ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ৫৩ হাজার ৪৪০ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ২৪ লাখ ৫৮ হাজার ১৪০ জন।আজ মডার্না টিকা দ্বিতীয় ডোজ নিয়েছে ৩০ হাজার ৩৯৯ জন।এ নিয়ে মোট দ্বিতীয় ডোজ নিয়েছে ৪৪ হাজার ৩৩০ জন।

এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২ হাজার ৮৬৩ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩৯ হাজার ৪৪ জন।

এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২১ হাজার ৭৮০ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ৭৪ হাজার ৩৯৭ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৯ লাখ ৫৬ হাজার ৮৩৫ জনকে।

আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ৩ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪৯২ জন।