Home জাতীয় ২৩ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলণের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে ছাত্রলীগ (ননী-মাসুদ) এর সমাবেশ...

২৩ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলণের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে ছাত্রলীগ (ননী-মাসুদ) এর সমাবেশ ও পতাকা মিছিল

75

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ১৯৭১ সালের ২৩ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলনের বীরত্বপূর্ণ ঘটনার স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ (ননী- মাসুদ) কেন্দ্রীয় সংসদ আজ ২৩ মার্চ বৃহস্পতিবার, সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ ও পতাকা র‌্যালী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু , যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি চন্দ্রনাথ পাল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক নাঈম মল্লিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদস্য মামুন আহামেদ, সদস্য শাহ মোঃ ছোরায়েদ সাদী, নারায়নগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ। এছারাও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সুমন আহমেদ আকাশ, কবি নজরুল কলেজ শাখার অর্পিতা দাশ, সোহরাওয়ার্দী কলেজ শাখার চঞ্চল আহামেদ, মারুফ হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও মহানগরের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা-কর্মী মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা, বর্তমান জাতীয় পতাকা ও ছাত্রলীগের ঐতিহ্যবাহী পতাকা সুসজ্জিত বর্ণাঢ্য একটি পতাকা মিছিল বের করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মবলীদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের পতাকা এখনও মেনে নেয়নি স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী। স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর প্ররোচনায় দেশের মাদ্রাসাগুলোতে এখন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় না। নেতৃবৃন্দ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলনের রাষ্ট্রীয় রীতি বাস্তবায়ণ করার জন্য দাবি করেন।