Home বাণিজ্য ও অর্থনীতি ২০ বছরে রংপুর বিভাগ থেকে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন

২০ বছরে রংপুর বিভাগ থেকে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন

17

রংপুর অফিস : রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানিয়েছে রংপুর বিভাগের ৮ জেলা থেকে গত ২০ বছরে মোট ২ লাখ ২৭ হাজার ১১৩ জন কর্মী বিদেশ গেছেন।এর ফলে সার্বিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।সরকারের বহুমুখী উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে রংপুর বিভাগ থেকে বিদেশ যাওয়া কর্মীর সংখ্যা বেড়েছে।
এ সময়ে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার ৫৭ হাজার ১৩৯ জন, রংপুর জেলার ৪২ হাজার ২৬৬ জন, কুড়িগ্রাম জেলার ৩৩ হাজার ৮৪৯ জন, দিনাজপুর জেলার ৩৩ হাজার ৭৩৩ জন, নীলফামারী জেলার ২১ হাজার ৩৮৯ জন, ঠাকুরগাঁও জেলার ১৯ হাজার ২৭৩ জন, লালমনিরহাট জেলার ১০ হাজার ৬৩৭ জন এবং পঞ্চগড় জেলার ৮ হাজার ৮২৭ জন কাজের জন্য বিদেশ গেছেন।