Home জাতীয় ১৭দিন মৃত্যুর সাথে লড়ে মারা গেলেন সাবেক এমপি’র স্ত্রী; দৌলতপুরে ২৭ জনের...

১৭দিন মৃত্যুর সাথে লড়ে মারা গেলেন সাবেক এমপি’র স্ত্রী; দৌলতপুরে ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ১০০৫জন 

56

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করার পর করোনা আক্রান্ত এসব রোগীর মৃত্যু হয়। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ১৭জন। এ পর্যন্ত দৌলতপুরে করোনা আক্রান্ত হয়েছেন ১০০৫জন এবং মৃত্যু হয়েছে ২৭জনের। করোনা আক্রান্তের হার ৩৩ শতাংশ। বর্তমানে ৪৭৮জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং সুস্থ হয়েছেন ৪৮৪জন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ১৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আফাজ উদ্দিন আহমেদের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৮২)। লাইফ সার্পোটে থাকা গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। করোনা আক্রান্ত হলে ২২জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় মনোয়ারা বেগম আলোকে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে করোনা আক্রান্ত হোন তাঁরা। চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ত্রী মনোয়ারা বেগম আলো করোনার কাছে হার মেনে মৃত্যু পথযাত্রী হলেন। আর করোনা আক্রান্ত সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ চিকিৎসাধীন আছেন।