Home সারাদেশ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে ইনসাব’র মানববন্ধন অনুষ্ঠিত।

১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মেহেন্দিগঞ্জে ইনসাব’র মানববন্ধন অনুষ্ঠিত।

95

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১২ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মেহেন্দিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় পাতারহাট বন্দরের তেমুহনি চত্বরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৮ই জানুয়ারী নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাড়ী প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির কার্যকরি সভাপতি ফরিদ উদ্দিন রাড়ী, সহ-সভাপতি ইব্রাহীম সরদার, সহ-সাধারন সম্পাদক আজাদ মোল্লা, সহ-সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক হাশেম রাড়ী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ রাড়ী, হযরত আলী রাড়ী, অর্থ সম্পাদক রাসেল রাড়ী, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম হাওলাদার, কার্যকরি সদস্য হেলাল উদ্দিন ও সেলিম সিকদার সহ ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির সদস্যবৃন্দ। মানববন্ধনে বক্তারা সরকারি উদ্যোগে শ্রমিকদের সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ, শ্রম আইনের আওতায় নির্মাণ শ্রমিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করণ, রেশনিং ব্যবস্থা, পেনশন স্কীম চালু, দুর্ঘটনায় নিহত এবং আহত বা আজীবন পঙ্গুত্ব বরণকারী শ্রমিকের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ প্রদান, ভবন নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ এবং নির্মাণ শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, শ্রম আইন সংশোধনী ২০০৬ এর ৩২৩ ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিলে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এ প্রতিনিধি অন্তর্ভুক্ত করণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরী নিশ্চিত করণ এবং নির্মাণ শ্রমিকদের নূন্যতম মজুরী সন্তোষজনকভাবে বৃদ্ধি করা সহ ১২ দফা দাবির কথা তুলে ধরেন।