Home জাতীয় হাজার বছরের বটবৃক্ষ-

হাজার বছরের বটবৃক্ষ-

55

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার গেলেই বাংলাদেশ-ভারত সীমান্তের উপজেলা দেবহাটা। দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্রেই আছে হাজার বছরের এক বটবৃক্ষ।অবশ্য কেউ কেউ বলেছেন এটির বয়স ৪০০ বছর।প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর বিস্তৃত এই বটতলা।স্থানীয়ভাবে এই স্থানটি বটতলা কিংবা বনবিনি তলা নামে পরিচিত। গাছের শাখা-প্রশাখা শিকড় থেকে বিরাট রূপ ধারণ করায় বিস্তৃত এই বটগাছের প্রকৃত গোড়া খুঁজে পাওয়া দুষ্কর।