Home শিক্ষা ও ক্যাম্পাস হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল

হরতালের সমর্থনে জাবি ছাত্রদলের মশাল মিছিল

27

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দেশব্যাপী বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখার নেতা-কর্মীরা।

বুধবার ( ২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ দটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মশাল মিছিল শুরু করেন তাঁরা। পরে মিছিলটি মীর মশাররফ হোসেন হল ফটকে গিয়ে শেষ হয়। এ সময় সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়।

মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমরা গনতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং বর্তমানে ফ্যাসিবাদী অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রতিজ্ঞাবদ্ধ”

মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, শহীদ সালাম বরকত হল শাখার যুগ্ম আহ্বায়ক মো আফ্ফান আলী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পরাধেশ্যাম বিশ্বাস রাজেশ,শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক সাইফ আল হাসান,শেখ মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, মীর মশাররফ হোসেন হল ছাত্রনেতা মিজানুর রহমান, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রনেতা সাব্বির আহমেদ, সালমান আহম্মেদ, মেহেদী হাসান প্রমূখ নেতাকর্মীবৃন্দ।