Home সারাদেশ হবিগঞ্জে শিশু- কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হবিগঞ্জে শিশু- কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

15

সিলেট অফিস: ‘বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই ‘ এই স্লোগান নিয়ে হবিগঞ্জে আয়োজিত শিশু – কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ছগীর। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, নর্থইস্ট রিজিয়ন ইউকে এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো: লিয়াকত উজ্জামান, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সিদ্দিকী হারুনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ।
গত ২৪ ফেব্রুয়ারি আরডি হলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ২ শ পঞ্চাশ জন শিশু – কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকলকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।