ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্যসেবার উন্নয়ন, মশা বাহিত রোগ প্রতিরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার ঋন অনুমোদন করেছে।এই ঋন ঢাকা দক্ষিণ সিটি, উত্তর সিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সাভার ও তারাবো পৌরসভার জন্য বরাদ্ধ করা হয়েছে। খবর বাসস
বাসস প্রেস বিজ্ঞপির বরাতে জানান, আরবান হেলথ, নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির মধ্যে নেটওয়ার্ক স্থাপন করবে-যার আওতায় বিস্তৃত পরিসরে স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন সেবা দেওয়াং হবে।
নগর এলাকায় ৫ বছরের কম বয়সী প্রায় ২৫ লাখ শিশু পরিসেবা পাবে। শ্বিব্যাংকের বাংলাদেশ ও ভূটানের শাখার কাট্রি ডিরেক্টর আবদৌলায় সেক বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নে বাংলাদেশ বিশেষত গ্রামীণ এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ২০ কোটি মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে।