Home শিক্ষা ও ক্যাম্পাস স্বাধীনতা দিবস উপলক্ষে জাবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে জাবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত

37

তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্কসংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন’ (জেইউডিও) এ বিতর্কের আয়োজন করে।

আজ (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ
প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫১ বছরে এসে
বাংলাদেশ কতোটা সফল এই প্রস্তাবের উপর বিতর্ক করেন
সংগঠনটির সাবেক এবং বর্তমান বিতার্কিকেরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন খুবই প্রশংসনীয়।’ এজন্য তিনি জেইউডিওকে ধন্যবাদ জানান।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রক্টর ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক
আ স ম ফিরোজ উল হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক

ড. এ টি এম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মো. আলমগীর কবির সহ প্রমুখ।