Home রাজনীতি স্বাধীনতার অপ্রাপ্তিগুলো অর্জন করতে ঐক্যবদ্ধভাবে এগুতে হবে: ইনু

স্বাধীনতার অপ্রাপ্তিগুলো অর্জন করতে ঐক্যবদ্ধভাবে এগুতে হবে: ইনু

23

স্টাফ রিপোটার: বাংলাদেশের ৪ হাজার বছরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর পৃথিবীর বুকে ৫২ বছর ধরে মাথা উচু করে বাংলাদেশ টিকে আছে এটি আরেকটি বড় অর্জন। আমরা মনে করি গৃখিবীর বুকে বাংলাদেশ টিকে থাকতে এসেছে এবং ভবিষতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। কিন্তু ৫২ বছরে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী কিছু অপ্রাপ্তি এখনও রয়ে গেছে, সে অপ্রাপ্তি গুলো দুর করা আমাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়েই আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করছি। সে অপ্রাপ্তিগুলো হচ্ছে বৈষম্য, অপ্রাপ্তি হচ্ছে লিঙ্গ বৈষম্য, অপ্রাপ্তি হচ্ছে দুর্নীতি-দলবাজী-ক্ষমতাবাজী আর সাম্প্রদাকিতর বিষাক্ত অপরাজনীতি। সুতরাং এই অপ্রাপ্তিগুলো দুর করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের এগুতে হবে। আর এগুতে হলো সাংবিধানিক ধারা অব্যহত রাখাতে হবে যথাসময়ে নির্বাচন করতে হবে। সংবিধান বদল করার সকল চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, যে বাংলাদেশ আমরা গড়েছিলাম সাম্যের জন্যে, যে বাংলাদেশ গড়েছিলাম ধর্ম নিরপেক্ষতার জন্যে, যে বাংলাদেশ গড়েছিলাম গণতন্ত্রের জন্যে, সে লড়াইতে আমরা অনেক দুর এগিয়েও এখনও পিছনে আছি। সেটাতে এগিযে যাবার জন্যেই আমাদের সামনে প্রত্যয় ব্যক্ত করতে হবে, মুক্তিযুদ্ধের পুর্নজাগরন মধ্যদিয়ে আমাদের বাঙালিয়ানা অক্ষুন্ন রাখতে পারি, সাম্যের গান গাইতে পারি, বৈষম্যহীন সমাজ গড়তে পারি, নারী-পুরুষের সমাতার কথা বলতে পারি। সেইভাবেই বাংলাদেশকে আমরা দেখতে চাই।
আজ ২৬ মার্চ ২০২৩ রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও নির্যাতিতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতা-কমীদের সামনে জাসদ নেতৃদ্বয় এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদনের সময় তাদের সাথে ছিলেন জাসদ সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-দফতর সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ সুমন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদ সহ-সম্পাদক ধীমান বড়ুয়া, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, শ্রমিক জোটের দফতর সম্পাদক চমন, যুব জোটের সাংগঠনিক সম্পাদক সুজন, বাংলাদেশ ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুতুজ্জাৃান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি প্রমুখ।