Home জাতীয় স্বরূপকাঠিতে সপরিবারে ওসি আবিরসহ করোনা রোগীর সংখ্যা ৮৭ : জনমনে আতঙ্ক

স্বরূপকাঠিতে সপরিবারে ওসি আবিরসহ করোনা রোগীর সংখ্যা ৮৭ : জনমনে আতঙ্ক

35

বরিশাল অফিস: পিরোজপুরের স্বরূপকাঠিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ৫ দিনে করোনা পরীক্ষায় ৬২ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে স্ত্রী ও দুই সন্তানসহ সপরিবারে আক্রান্ত স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন তার সরকারী বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান,গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জনের নমুনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া গত পাঁচ দিনে মোট ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বলেও জানান তিনি। সেক্ষেত্রে এ উপজেলায় গত ৬ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জন। যাদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে ও বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদিকে উপজেলা জুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মাঝে সংক্রমণ আতঙ্ক সৃষ্টি হয়েছে।