Home সারাদেশ সুন্দরবনে বিষ দিয়ে যারা মাছ ধরে তারা পরিবেশের ক্ষতি করছে

সুন্দরবনে বিষ দিয়ে যারা মাছ ধরে তারা পরিবেশের ক্ষতি করছে

149

মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবরনে বিষ দিয়ে যারা মাছ ধরে তারা নিজের এবং পরিবেশের ক্ষতি করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সচেতন করার পরও সুন্দরবনে বিষ প্রয়োগ যদি বন্ধ না হয় তাহলে প্রশাসনকে সঠিক তথ্য দিন; তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোকে ইকোভিলেজ ট্যুরিজম’র মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করতে হবে। ১০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন, সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, বীর মুক্তিযোদ্ধা ডা. লতিফ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এস এম হাফিজুর রহমান, চালনা বন্দর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা রুহুম আমীন, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব হাসান, পৌর কাউন্সিলর হুমায়ুন হামিদ নাসির, মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের পীযুষ কান্তি মজুমদার ও উন্নয়নকর্মী এডওয়ার্ড এলিও মধু। প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন আরো বলেন প্রধানমন্ত্রী চেয়েছেন কোন মানুষ আশ্রয়হীন, গৃহহীন থাকবেনা। একাজটি আমাদের আন্তরিকতার সাথে করতে হবে। কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। এটা অনেক পরিস্কার পরিচ্ছন্ন। কমিউনিটি ক্লিনিকে সাতাশ প্রকার ওষুধ বিনামূল্যে পাওয়া যায়। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। মতবিনিময় সভার শুরুতেই সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও বিভাগের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন বৃহস্পতিবার সকালে মোংলার সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, চাঁদপাই ইউনিয়ন পরিষদ, আশ্রয়ন প্রকল্প ও কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।