Home সারাদেশ সুনামগঞ্জের জামালগঞ্জ সাচনা বাজারে সবজী চাষ বিষয়ক প্রশিক্ষণ

সুনামগঞ্জের জামালগঞ্জ সাচনা বাজারে সবজী চাষ বিষয়ক প্রশিক্ষণ

41

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনোও দরিদ্র থাকতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে সবজী চাষ বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অফিসে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়। আয়োজনে- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। এ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শেরমস্তপুর গ্রাম উন্নয়ন দলের সভাপতি খালেদা আক্তার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি- হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পিএফজির সদস্য ও উপজেলা কন্যা শিশু কমিটির সহ সভাপতি শাহানা আল আজাদ, পিএফজির সদস্য আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভিডিটি কমিটির সদস্য ও ইয়থ যুগ্ন কো অডিনেটর মিলি রায়,শ্রিপ্রা রায়, চন্দা রায়, জবা রায় সাধারণ সম্পাদক রোমানা, শিরিনা, পারুল আক্তার, শান্তি রায়, অর্চনা রায় প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা মো: আরমান হোসেন। তিনি সবজী চাষ সম্পর্কে আলোচনা করেন এর মাঝে উল্লেখ যোগ্য হল, প্লট, মাধা, জৈব সার প্রক্রিয়া, বর্ষাকালীন সবজী, ভাসমান সবজী চাষ ইত্যাদি।