Home জাতীয় সিলেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

সিলেটে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

47

সিলেট অফিস: সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে রোববার সকালে নগরীর দরগাহ গেইটস্থ স্টার প্যাসিফিক হোটেলে ‘অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা ও অংশীদারিত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অধিদপ্তর ঢাকার সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো.আসাদুজ্জামানের সঞ্চালনায় সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ ভার্চুয়ালী উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সারমিন নিলমী ডালিয়া।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ কামরুজ্জামান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক মো.রবিউল ইসলাম,সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক হরিষ চন্দ্র বিশ্বাস, সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক মো.ফরিদ আহমেদ মোল্লা,অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা,সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঞাঁ, এম এম মাহমুদুল্লাহ, সমাজসেবা অধিদফতরের জাতীয় সমাজসেবা প্রশিক্ষণ একাডেমির অধ্যক্ষ ও উপ পরিচালক মো.সাফায়েত হোসেন তালুকদার, সমাজসেবা অধিদফতর ঢাকার উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) নূরুল হক, সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিক, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ পরিচালক নিবাস রঞ্জন দাস,সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবা অধিদফতর ঢাকার উপ-পরিচালক মো. রকিব আহমেদ।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা ও অংশীদারিত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সেই সাথে নারী পুরুষ বৈষম্য দূরীকরণে তাদের কাজের মর্যাদা প্রদান ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নারীদের প্রতি দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করা দরকার।