Home জাতীয় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

64

স্টাফ রিপোটার: ট্রেন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে বাতিলের কারণে চালক, শ্রমিক ও কর্মচারিরা কর্মবিরতি শুরু করেছেন। ফলে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার ১৩ এপ্রিল সকাল থেকে এ কর্মসুচি শুরু করে আন্দোলন কারীরা।পূর্বঘোষণা ছাড়াই এ কর্মসুচি পালন করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীগন।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতি (পূর্বাঞ্চল) এর সভাপতি মো. মজিবুর রহমান বলেন, রানিং স্টাফরা অতিরিক্ত বেতন-ভাতা পেয়ে এলেও গত দুই বছর ধরে তা দিতে গড়িমসি করা হচ্ছে। এর আগেও কর্মবিরতি পালন করেছিলাম। রেল সচিব এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা না মেনে অতিরিক্ত ভাতা বাতিল করে মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই রানিং স্টাফরা ট্রেন চালানো বন্ধ রেখেছেন।