Home সাহিত্য ও বিনোদন সারাদেশে শিল্পকলা একাডেমির পরিবেশনায় চলছে যন্ত্রসংগীত উৎসব

সারাদেশে শিল্পকলা একাডেমির পরিবেশনায় চলছে যন্ত্রসংগীত উৎসব

46

স্টাফ রিপোটর: বুধবার ( ২০ ডিসেম্বর ২০২৩) গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব ২০২৩ এর ৩য় তিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগের ৬ টি জেলায়- বরিশাল, বরগুনা, পটুয়াখালি, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সারাদেশে ১৮-২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব। আজ বরিশাল বিভাগের আয়োজনে ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে জেলার কালচারাল অফিসারগণ উপস্থিত ছিলেন।

আজ ২১ ডিসেম্বর ২০২৩ গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হবে ময়মনসিংহ বিভাগ।

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখর’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের সকল শাখার সমন্বয়ে দেশব্যাপী বহুমুখী সাংস্কৃতিক কর্মযজ্ঞের বাস্তবায়িত রুপ ‘‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসব, যন্ত্র সংগীত উৎসব এবং অ্যাক্রোবেটিক উৎসব”। এই সামগ্রিক উন্নয়ন পক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে ডিসেম্বর মাসব্যাপী চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব।