Home জাতীয় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার বিচারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

34

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এবং সমস্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে শ্রীমঙ্গলে টিআইবি কর্তৃক পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে অদ্য বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাক সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপত্বিতে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ ১ নং পুলের নিকট মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টিআইবি’ শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সনাক সদস্য জহর তরফদার।
বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সনাকের শাহ আরিফ আলী নাসিম, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ সভাপতি ও সনাক সদস্য জিডিশন প্রধান সূছিয়াং, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, সাংস্কৃতিক কর্মী নিতেশ সূত্রধর, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস.কে দাস সুমন, উন্নয়নকর্মী পংকজ ঘোষ দস্তিদার, সুনীল কুমার মৃধা, ব্যবসায়ী সুশীল বণিক, বাবুল সূত্রধর, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাবেদ ভুঁইয়া প্রমূখ।