Home রাজনীতি সাবেক অর্থমন্ত্রী মুহিত আর নেই

সাবেক অর্থমন্ত্রী মুহিত আর নেই

33

ডেস্ক রিপোর্ট: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। শুক্রবার গভীর রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও জনলোকের সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন শোক প্রকাশ করেছেন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ শোক জানিয়েছেন।

২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে মি. মুহিতকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশের ইতিহাসে মি. মুহিতই সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে ।