Home জাতীয় সাপ্তাহিক বন্ধের দিনও খোলা ছিল বইয়ের মার্কেট

সাপ্তাহিক বন্ধের দিনও খোলা ছিল বইয়ের মার্কেট

34

ডেস্ক রিপোর্ট: সাপ্তাহিক বন্ধের দিনও খোলা ছিল নীলক্ষেত বইয়ের মার্কেট। এই মার্কেটে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে আগুন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

এ মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে। তবে ২১ ফেব্রুয়ারিতে সরকারি ছুটিতে মার্কেট বন্ধ থাকায় আজ খোলা ছিল। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

মঙ্গলবার বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, নীলক্ষেত, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।-ইত্তেফাক