Home সারাদেশ সাতক্ষীরা পুলিশের তৎপরতা ও সফল অভিযানে হারানো ফোন ও টাকা ফেরৎ পেলো...

সাতক্ষীরা পুলিশের তৎপরতা ও সফল অভিযানে হারানো ফোন ও টাকা ফেরৎ পেলো প্রকৃত মালিকরা

33

নজরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা পুলিশ লাইনস ড্রিল সেডে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেতে মোবাইল মালিকদের উপস্থিতি এবং চোখে মুখে আনন্দের ঝিলিক, বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া টাকা ফেরৎ পেতে আসা জন মানুষ। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মোবাইল মালিকদের হাতে একে একে তুলে দেন তাদের হারিয়ে যাওয়া এবং পুলিশ কর্তৃক উদ্ধার করা ৩২১টি মোবাইল ফোন, একই ভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ২,৫৩,৩৭৩ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ সুপার। গতকাল সকালে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আয়োজিত হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন পুলিশ সর্বদা জনগনের বন্ধু, জনগনের কল্যানে, নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে পুলিশ। আজকের এই আয়োজন এবং হারানো মোবাইল ও অর্থ পুলিশই উদ্ধার করেছে এবং আপনারা ফেরৎ পাচ্ছেন। পুলিশ চেষ্টা করেছে এবং সফল হয়েছে। মোবাইল ও টাকা ফেরত পাওয়া ব্যক্তিরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের তৎপরতা সত্যিকার অর্থে তারা খুশি, আনন্দিত এমন মন্তব্য করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, ডিআইওয়ান জাহিদ বিন আলম, সদর ওসি স,ম কাইয়ূম প্রমুখ।