Home রাজনীতি সাড়ে ৫ মাস ধরে হাসপাতালে রওশন এরশাদ

সাড়ে ৫ মাস ধরে হাসপাতালে রওশন এরশাদ

49

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের বিরোধী-দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ টানা সাড়ে পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গত বছরের ১৪ আগস্ট থেকে ৫ নভেম্বর পর্যন্ত টানা ৮৫ দিন ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন।

রওশন এরশাদের সঙ্গে প্রায় তিন মাস ধরে ব্যাংককে রয়েছেন পুত্র রাহ্গীর আলমাহি এরশাদ (সাদ) এমপি ও তার স্ত্রী মাহিমা এরশাদ। রওশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাদ এরশাদ জানান, ‘উনি কেবিনে চিকিৎসাধীন। অবস্থার উন্নতিও নেই, অবনতিও বলা যাচ্ছে না। নল দিয়ে খাবার গ্রহণ করছেন, মাঝে-মধ্যে স্বাভাবিকভাবে খাওয়ার চেষ্টা করেন। একটু-আধটু উঠে বসারও চেষ্টা করেন। এই অবস্থাতেই রয়েছেন।’

নিয়মিত স্বাস্হ্য পরীক্ষার জন্য গত বছরের ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিত্সকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইডের উপস্হিতি দেখতে পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে তাকে তাত্ক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়।-ইত্তেফাক