Home রাজনীতি সাইবার নিরাপত্তা আইন পাসের প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ফ্রন্ট

সাইবার নিরাপত্তা আইন পাসের প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ফ্রন্ট

543

ডেস্ক রিপোর্ট: ১৩ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে সাইবার নিরাপত্তা আইন পাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক ব্রিগে.জেনা.(অব.) এম জাহাঙ্গীর হোসাইন । আজ একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বার্থে শ্রমিক-কৃষক-জনগণের উপর শোষণ-নিপীড়ন ও নির্যাতনের লক্ষ্যে আইনকে সমসাময়িক করার নামে যে আয়োজন চলছে তারই অংশ হচ্ছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। একইভাবে শ্রমিক অঙ্গনে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি ও অর্জিত অধিকার হরনের জন্য শ্রম আইন সংশোধন হচ্ছে একইসাথে শ্রমিকের দাবি আদায়ের বড় অস্ত্র ধর্মঘট অধিকার হরনের লক্ষ্যে অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ আইনে পরিণত করার অপতৎপরতা চলছে। আপাতত বিরোধী দলমত দমনের প্রশ্নটি সামনে থাকলেও চুড়ান্ত অর্থে আগামী দিনে জাতীয় গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম বাঁধা দিতে বা ঠেকাতে, দমন-পীড়নে এ আইন প্রয়োগ হবে। নেতৃবৃন্দ সাইবার নিরাপত্তা আইন-২০২৩সহ সকল কালাকানুন বাতিলের দাবিতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলাসহ এ আইনসহ সকল কানাকানুনকে মোকাবেলা করেই জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের প্রতি উদাত্ব আহ্বান জানান।