Home জাতীয় সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল মামলায় গ্রেফতার

সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল মামলায় গ্রেফতার

59

চট্টগ্রাম অফিস: সিনিয়র সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।

ফজলে এলাহী কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হাসাবে কর্মরত। এ ছাড়াও রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমেরও সম্পাদক।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাচ্ছের হোসেন এ বিষয়ে বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। বিষয়টা নিয়ে খোঁজ নিচ্ছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার (৮ জুন) সকালে আদালতে তোলা হবে।

থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর নামে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১। রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় দু’টি অভিযোগ দেওয়া হয়।

পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত প্রমাণ না পাওয়ায় খারিজ করে দেন। পরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাজনীন। ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশ গ্রেফতার করেন।

সাংবাদিক ফজলে এলাহিকে প্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।