স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমারবরশর নামে ২৮ অক্টোবর বিএনপির সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার আন্তর্জাতিকভবে তুলে ধরুন।তিনি বলেন, সাংবাদিকদের মাটিতে ফেলে পিটানো আমার মনে হয় বাংলাদেশে এধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আর দেখা যায়নি।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে ) আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষনে একথা বলেন।
তিনি বলেন, প্রেস স্টিকার লাগিযে প্রকাশ্যে যারা এ ধরনের অপকর্ম করেছে তারা ধরা পড়ে গেছে। সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার শাস্তি এদেরকে পেতেই হবে।
সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিষেশ অতিথির বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বিএফইউজে সবাপতি ওমর ফারুক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।সঞ্চালনা করেন মহাসচিব দিপ আজাদ।
সম্মেলনে ব্এফইউজে’র সাবেক সভাপতি ও মহাসচিবদের সম্মানান দেয়া হয়।
বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয সভাপতি সোহেল হায়দার চৌধুরী, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম খোকন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল কবিরখোকন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিযনের সভাপতি মো. শামসুল ইসরাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোসবসু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিযনের রামেদুল ইসরাম বিপ্লব, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আমজহাতহোসেন শেখ মিন্টু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, গাজিপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, এবং ব্রাম্মনবাড়িয়া সাংবাদিক স্ব্উনিয়নের সভাপতি দীপক চৌধুরী।