Home সারাদেশ সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সাংবাদিক সমাবেশ

21

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি মোঃ রুবেল মিয়া: বাংলা নিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবিতে বকশীগঞ্জ কলেজ মোড়ে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ সমাবেশ চলে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন।

সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, প্রধান বক্তা ছিলেন বিএফইউজে এর সাবেক সভাপতি ও টিভি টুডে-এর সিইও মনজুরুল আহসান বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-এর মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রতিবাদ সমাবেশে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও অবিলম্বে মামলার নামীয় আসামিদের গ্রেফতারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নাদিম পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সমাবেশের পূর্বে সাংবাদিক নেতারা হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেন এবং নাদিমের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।

অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত,

নালিতাবাড়ীর সাংবাদিক হাকিম হিরা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল,ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন সভাপতি হোসাইন শাহিদ,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব অমিত রায়, সাংবাদিক নেতা মোশারফ হোসেন,উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন।