Home জাতীয় সরকারের ওয়েবসাইট থেকে নাগরিকদের ডাটা ফাঁস!

সরকারের ওয়েবসাইট থেকে নাগরিকদের ডাটা ফাঁস!

26

ডেস্ক রিপোর্ট: অনলাইন টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত সব তথ্য ফাঁস হয়েছে সরকারি একটি ওয়েবসাইট থেকে। ফাঁস করা তথ্যের মধ্যে আছে পূর্ণাঙ্গ নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বর।খবর আমাদের সময়.কম

বিষয়টি সম্পর্কে আইসিটি মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ন্যাশনাল ডাটা সেন্টার থেকে কোনো তথ্য হ্যাক হয়নি। স্থানীয় সরকার বিভাগের জন্ম নিবন্ধনের ডাটা হ্যাক হয়েছে গত ২৭ জুন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে আইসিটি মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে।

বিটক্র্যাক সাইবার সিকিউরিটির জন্য কাজ করা একজন গবেষক ভিক্টর মার্কোপোলোস বলেছেন যে তিনি ঘটনাক্রমে ২৭ জুন ফাঁসটি আবিষ্কার করেন এবং এর কিছুক্ষণ পরেই বাংলাদেশী ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সাথে যোগাযোগ করেন। তিনি বলেন, ফাঁসের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে। রিপোর্টে বলা হয়, তারা বিষয়টি যাচাই করেছে।