Home রাজনীতি সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বিএনপি: আমু

সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বিএনপি: আমু

38

স্টাফ রিপোটার: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতেই মাঠ রেখে রাস্তায় সমাবেশ করার মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায় সরকারবিরোধী দল বিএনপি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইস্কাটনে জোটের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ে বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। রাজনীতির নামে অপরাজনীতি থামাতে ওই বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
আমির হোসেন আমু বলেন, সংবিধানে আঘাত করতেই আন্দোলন করছে বিএনপি। বিজয় দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করতেই ১০ ডিসেম্বর সমাবেশ ডেকেছে তারা। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ রয়েছে।
ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের বিষয় নিয়ে কূটনীতিকদের না ভাবলেও চলবে, তারা তাদের দেশের কথা ভাবুক।
এরআগে রাজধানীতে সমাবেশের নামে জনগণের জানমালে কোনো ধরনের ক্ষয়য়ক্ষতি কিংবা অপরাজনীতি করলে বিন্দু মাত্র ছাড় দেবে না কেন্দ্রীয় ১৪দল। এমন সিদ্ধান্তে এক হন। তবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে তাদের স্বাগত জানাবে ১৪দলীয় নেতারা।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটেরর করনীয়, বিএনপিসহ রাজপথে সরকাররবিরোধী রাজনীতিক দলগুলোর চলমান আন্দোলন এবং নিজেদের ক্ষোভ-অভিমানসহ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হেেয়ছে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্কার্স পাটির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন,আমরা চাই বিএনপিকে সমাবেশ কররতে দেওয়া হোক। কারণ আজকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, এক সময় তো দিতেই হবে। সুতরাং সমঝোতার ভিত্তিতে এবং সহিংসমুক্ত রাজনীতি ফিরিয়ে আনার লক্ষে সমঝোতার বিকল্প নেই।
১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি, জাতীয় পার্টির-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জ, মহাসচিব শেখ শহিদুল ইসলামসহ জোটের নেতারা।