Home সারাদেশ উজিরপুরের মুন্ডুপাশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

উজিরপুরের মুন্ডুপাশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

23

মহসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধি : ঢাকা- বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় দুই পরিবহনের সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতরা বরিশাল শেবাচিম হাসপাতালে ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সাকুরা পরিবহন নং ঢাকা মেট্রো- ব – ১৪ – ৮৫৬৫, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকা গামী ও সুগন্ধা পরিবহনের প্রিয়াংকা এন্টারপ্রাইজ ঢাকা মেট্রো – ব- ১৪ – ৫৮৩৫, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী বাসের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে সুগন্ধা পরিবহনটি রাস্তার পাশে গাছের সাথে গিয়ে থাক্কা লেগে দুমড়ে- মুচড়ে যায় এবং চালক আটকে পরে ও ১ যাত্রীর মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে নিহত হয়। সাকুরা পরিবহনটিও দুমড়ে মুচড়ে যায়। দুই পরিবহনের ২০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। নিহত ব্যক্তি ফরিদপুর জেলার সদর পুর উপজেলার চরমোনাই ইউনিয়নের কালাই মাতুব্বর গ্রামের মো: বোরহান শিকদারের পুত্র কৃষক মো: কামাল হোসেন সিকদার(৩৮)। নিহতের মামাত ভাই সুগন্ধা পরিবহনের যাত্রী মো: জামাল মাতব্বর (৪৫) এর কাছে জানতে চাইলে বলেন আমরা একই এলাকার ৬ জন বরিশালের চরমোনাই ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিল অংশগ্রহণ করার জন্য সদরপুরের পাঁচচর বাসস্টান্ড থেকে সুগন্ধা পরিবহনে উঠি। নিহত ব্যক্তি আমাদের এই ৬ জনের পরিচালক ছিলেন। দুই পরিবহনে আহতরা হলেন উজিরপুর উপজেলার গড়িয়া গ্রামের লামিয়া (১৪), পশ্চিম ধামসর গ্রামের সাফিয়া বেগম (৬০), বরগুনা জেলার বরগুনা সদরের মৃধা বাড়ির সোলায়মান মৃধা (২০), পিরোজপুর জেলার, নেছারাবাদ উপজেলার নাঈম ইসলাম(২৭), ফরিদপুর জেলার সদরপুর উপজেলার, চরমানাই গ্রামের সাইদুল ইসলাম (২৭), মাদারীপুর উপজেলার, শিবচর গ্রামের বেল্লাল হোসেন (৪০), একই এলাকার সাফায়েত হোসেন (৩০), ও সিরাজ মুন্সী (৬৩)। দূর্ঘটনার সংবাদ পেয়ে উজিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা অয়ন সাহা, পৌরসভা ২ নং ওয়ার্ডের কমিশনার হেমায়েত উদ্দিন সরদার, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: কামরুল হাসান জানান ২ পরিবহনে সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে থানা পুলিশ নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহত ব্যক্তির মরা দেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।