Home সারাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সম্মেলন অনুষ্ঠিত

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সম্মেলন অনুষ্ঠিত

33

ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার প্রথম সম্মেলন আজ ১৬ মার্চ বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয় । জাতীয় পতাকা ও সংগঠন পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন শেষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিনা ইয়াসমিন কনা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা। আলোচনা সভা শেষে সেলিনা ইয়াসমিন কনাকে সভাপতি ও রুখশানা আফরোজ আশাকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘ নারী পুরুষের মিলিত প্রচেষ্টায় পরিবার, রাষ্ট্র ও সমাজ গড়ে ওঠে। মিলিত প্রচেষ্টায় গড়ে উঠলেও কোথাওই নারী পুরুষের অধিকার ও মর্যাদা সমানভাবে প্রতিষ্ঠিত হয়নি। একদিকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা অন্যদিকে সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গী – এই দ্বৈত শোষণের শিকার নারী সমাজ। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গীতে সমাজ পরিচালিত হয় বলে পুরুষ সর্বক্ষেত্রে কর্তৃত্বশীল আর নারী সর্বক্ষেত্রে পদানত। আইনের দৃষ্টিতেও আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার। সম্পত্তিতে সমঅধিকার না থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সমঅধিকার থেকে বঞ্চিত হয়। প্রতিটি গৃহে নারী যে শ্রম দেয় সেই শ্রমের স্বীকৃতি পরিবার, সমাজ বা রাষ্ট্রে নেই। যে নারীরা অন্যের বাড়ি গৃহ শ্রমিক হিসেবে কাজ করে তারাও শ্রমিক হিসেবে স্বীকৃতি পায় না। তাদের মজুরী, শ্রমঘন্টা, ছুটির কোন নিশ্চয়তা নেই।