Home জাতীয় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক

পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক

34

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ‘বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবে না’ এই বৈষম্যমূলক, অগণতান্ত্রিক বিধি নিষেধ বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু আজ এক যৌথ বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে চালু থাকা পশ্চাদপদ এই বিধিনিষেধের প্রতিবাদ জানান এবং দ্রুত তা বাতিলের দাবি জানান। তারা আরো বলেন বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান সংরক্ষণ, জ্ঞান প্রদান এবং জ্ঞান সৃজনের জায়গা। বিশ^বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিয়ে কোন বিধি নিষেধ নয় তাহলে হলে থাকার জন্য এই ধরনের বিধি নিষেধ ন্যাক্কারজনক।

নেতৃবৃন্দ আরও বলেন, এমন বিধিনিষেধ নারীর শিক্ষা ও জ্ঞানার্জনের পথে বাধা এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। বিশ^বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে হলে থাকা শুধু রাত্রীযাপন নয় বরং শিক্ষা ও শিক্ষাসহায়ক কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হলে থাকার অধিকার খর্ব করা অর্থ সামগ্রীক জ্ঞানচর্চাকেই ব্যহত করা। অনেক ছাত্রীর পরিবার গ্রামে থাকে। তাঁদের পক্ষে ঢাকায় বাসা ভাড়া করে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা না-ও থাকতে পারে। ফলে বিবাহিত ছাত্রীরা হলে থাকতে পারবেন না, এটি অমানবিক।
নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসকল বিশ্ববিদ্যালয়ে এই অগণতান্ত্রিক বিধিনিষেধ আছে তা অবিলম্বে বাতিল করার দাবি জানান এবং নারীর শিক্ষা জীবন অবারিত করার জন্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।