Home জাতীয় সমর্থক বটে!

সমর্থক বটে!

24

ডেস্ক রিপোর্ট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পছন্দের প্রার্থীর বিজয়ের জন্য কর্মী-সমর্থকেরা ভোটার ও জনগণের দৃষ্টি আকর্ষণে রঙে-ঢঙে নানা কৌশলে ব্যতিক্রমী প্রচার-প্রচারণা চালিয়ে থাকেন। সবকিছু ছাপিয়ে এবার মাথার চুল কেটে আনারসসদৃশ করে নির্বাচনি উত্সবে বাড়তি আমেজ সৃষ্টি করেন মো. মামুন নামের এক যুবক।

তিনি দৃষ্টি কেড়েছেন সবার। এর জন্য তাকে গুনতে হয়েছে ১ হাজার ২০০ টাকা। ‘আনারস মার্কা’ মাথার ঐ যুবকের পিছু ছুটে চলে শিশু থেকে নানা বয়সের উত্সুক লোকজন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু তাহেরের পক্ষে তিনি প্রচারণায় নেমে নরসুন্দরের মাধ্যমে দুই দিনে ১২ ঘণ্টায় মাথাটি আনারস প্রতীকে রূপ দিয়েছেন। তার আনারস প্রতীকসদৃশ মাথার ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। তিনি এখন ‘ভাইরাল মামুন’ নামে পরিচিতি পেয়েছেন। এর আগে তৃতীয় ধাপে অনুষ্ঠিত জেলার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রার্থী মোসা. পুতুল বেগম তার নারী-পুরুষ কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে বোরকা ড্যান্স করে প্রচারণা চালিয়ে বেশ আলোচনায় আসেন এবং নির্বাচনেও জয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নসহ ১০টি ইউনিয়নের নির্বাচন হবে। চিওড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হওয়া আবু তাহেরের নির্বাচনি প্রতীক আনারস। ভাইরাল মামুন ঐ প্রার্থীর আনারস প্রতীক মাথার চুল কেটে নিখুঁতভাবে অঙ্কন করেছেন। মামুন যখন রাস্তায় প্রচারণায় বের হন, তখন সবার দৃষ্টি থাকে তার দিকে। এই অভিনব প্রচারণা এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণেরা তার সঙ্গে সেলফি তুলছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মামুন যখন ঐ এলাকার স্বতন্ত্র প্রার্থীদের এক মানববন্ধনে অংশ নিতে আসেন, তখন গণমাধ্যমকর্মীদের দৃষ্টিতে আসে বিষয়টি। এ সময় মামুন সাংবাদিকদের বলেন, ‘আবু তাহের দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান। তিনি অত্যন্ত ভালো মানুষ। আমি তার জন্য বিভিন্ন গ্রামে ভোট চাইতে যাই। সবাই আমাকে দেখে ছবি তোলে, সেলফি তোলে। আমি মজা পাই।’ এক প্রশ্নে মামুন বলেন, দুই দিনে ১২ ঘণ্টায় চুল কেটেছেন রাখাল নামের শীল (নরসুন্দর)। এর জন্য তিনি তাকে চুল কাটা ও রং করা বাবদ ১ হাজার ২০০ টাকা দিয়েছেন।-ইত্তেফাক