Home রাজনীতি সংলাপের সময় নেই ডোনাল্ড লু’র চিঠি’র জবাবে আওয়ামীলীগ

সংলাপের সময় নেই ডোনাল্ড লু’র চিঠি’র জবাবে আওয়ামীলীগ

52

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহবান জানিয়ে চিঠি দিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় চিঠির জবাব দিয়েছে আওয়ামীলীগ। সময় স্বল্পতার কারনে সংলাপে বসা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব শুক্রবার সন্ধ্যায় ঢাকায় মার্কিন দূতাবাসে পৌঁছে দেন মোহাম্মদ এ আরাফাত এমপি।
চিঠিতে কাদের বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে ১২ নভেম্বরের চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য ও সহায়তা প্রশংসা করছি।
চিঠিতে আরও বলেন, ইতিমধ্যে বাংরাদেশ নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।তারিখ নির্ধারন করেছে ৭ জানুয়ারি।মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। আওয়ামীলীগ সংলাপের জন্য দরজা খোলা রেখেছিল। বিএনপি সংলাপের পূর্বশর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ বিষয় অবিচল থেকেছে এবং এখনও আছে।