আন্তর্জাতিক ডেস্কঃ প্রচন্ড অর্থনৈতিক সংকটের করানে গত কয়েক মাস যাবৎ অস্থিতিশীল শ্রীলঙ্কায় ২০ জুলাই শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পিকার মাহিন্দা বাপা জানিয়েছেন, ওইদিন পার্লামেন্টে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। রয়টার্স

বাসভবন থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এর আগে পালিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দুজনের সরকারি বাসভবনে জনতার উৎসব চলছে, একদিন আগেই বাড়ি দুটির দখল নিয়েছে বিক্ষোভকারীরা। তাদের দেয়া আগুনে বিক্ষোভ আরো সহিংস হয়ে ওঠার আগেই সোমবার স্পিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

আগামী শুক্রবার পার্লামেন্টের অধিবেশন বসবেে। এর আগেই, বুধবার পদত্যাগ করবেন জনরোষের মুখে চরম বিপাকে পড়া প্রেসিডেন্ট গোটাবায়া।

স্পিকার এক বিবৃতিতে বলেন, সোমবার ক্ষমতাসীন দলের বৈঠকে সবাই সর্বদলীয় সরকার গঠনে একমত হয়েছেন। পুরো মন্ত্রিসভা পদত্যাগ করতে প্রস্তুতি নিয়েছেন।