Home জাতীয় ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময়ে ব্যাপক ভূমি উন্নয়ন কর আদায়

ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময়ে ব্যাপক ভূমি উন্নয়ন কর আদায়

48

আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ চলাকালীন সময়ে ১ কোটি ১০ লক্ষ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড জয়নাল আবেদীন। বন বিভাগসহ অন্যান্য মালিকানা ভূমির কর দীর্ঘদিন যাবত বকেয়া রয়েছিল। এসিল্যান্ড জয়নাল আবেদীন ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকে ভূমিসেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পুরো ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করা হয়। সেইসাথে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিষ্কন্টক রাখতে তিনি ভূমি মালিকদের নিকট ব্যাপক প্রচার প্রচারণাসহ বিভিন্ন সহজিকরণ প্রদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে ভূমি সেবা সপ্তাহ-২০২২ চলাকালীন সময়ে সরকারের রাজস্ব আদায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এসিল্যান্ড জয়নাল আবেদীন গত ১০ মে ২০২০ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝিনাইগাতী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে ছিল তার আন্তরিকতা ও আধুনিক ভূমি সেবা। তিনি দীর্ঘ ২ বছর সফলতার সাথে ঝিনাইগাতী বাসীকে ভূমি সেবা দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড জয়নাল আবেদীন ঝিনাইগাতী উপজেলা থেকে বদলী হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে যোগদান করবেন।