Home সারাদেশ শ্রীমঙ্গলে দেশীয় ফলের উৎসব

শ্রীমঙ্গলে দেশীয় ফলের উৎসব

20

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, মৌলভীবাজার: বাংলা সনের প্রথম দুইমাস বৈশাখ-জ্যৈষ্ঠ মিলে গ্রীষ্মকাল। এসময় প্রকৃতির বরপ্রাপ্ত বাংলাদেশ মিষ্টি ফলফলাদিতে ভরে উঠে বলে একে ‘মধুমাস’ বলেও অভিহিত করা হয়। আজ ছিল ২৭ জ্যৈষ্ঠ। গ্রীষ্মের বিদায়ের ঘণ্টা বাজলো বলে। সেই মধুমাসের সকালে শ্রীমঙ্গলে ৮মবারের মত দেশীয় ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আমরা করবো জয় ফাউন্ডেশনের উদ্যোগে টানা ৮ম বারের মতো এ উৎসব উদযাপিত হয়।
শনিবার (১০ জুন ) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ মডেল টেকনিক্যাল স্কুলে আমরা করবো জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফল উৎসবের আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: মো. একরামুল কবীর, আমরা করবো জয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মোস্তফা (সার্ভেয়ার), সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, এস আর ট্রান্সপোর্টের প্রোপ্রাইটর শাহিনুর রহমান শামিম, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, মেরিগোল্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জিত বিশ্বাস, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ইউসুফ মিয়া, ডা: অাফসানা তাসরীন ও সমাজকর্মী আফজাল তরফদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম সীমা ও নারী উদ্যোক্তা সুমী আনসারী।

শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও পুষ্টিগুণ জানাতে এমন আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

আম, কাঁঠাল, আনারসসহ অন্যান্য দেশীয় ফল পরিবেশন করা হয় এ আয়োজনে।

ফল উৎসবে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ‘আমাদের দেশ প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমাণে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ সবাই মিলে একসাথে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷’

আমরা করবো জয় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মোস্তফা (সার্ভেয়ার) বলেন, ‘মধুমাসে প্রতিবারের ন্যায় এবারও আমরা ফল উৎসব আয়োজন করেছি৷ আমরা বন্ধু-সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একসাথে ফল খাওয়া ভিন্ন আমেজ তৈরি করেছি৷ এর মাধ্যমে কিছুটা হলেও পারিবারিক আবহ পাওয়া গেছে৷’

প্রসঙ্গত, ২০১৫ সালে আমরা করবো জয় ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দেশীয় ফল উৎসব আয়োজন করে। তারপর থেকে প্রতিবছর এ ফল উৎসব আয়োজন করে আসছে।