Home জাতীয় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে জাতীয় শ্রমিক জোটের বিক্ষোভ সমাবেশ

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে জাতীয় শ্রমিক জোটের বিক্ষোভ সমাবেশ

54

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আজ ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের জীবন নিয়ে মালিকপক্ষ ও সরকারের ছিনিনি খেলা বন্ধ করা, সেজান কারখানায় মৃত্যুফাঁদে হত্যাকান্ডের বিচার করা-নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া, প্রতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাত নির্বিশেষে সকল শ্রমিককে সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভূক্ত করা, সকল শ্রমিকের টিকা প্রদান করা, বন্ধ কলকারখানা খুলে দেয়া এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।

জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সহ-দফতর সম্পাদক মঞ্জুর হোসেন চমন, ঢাকা মহানগর শ্রমিক জোটের যুগ্ম সমন্বয়ক শেখ শাহনাজ, ওয়ারী থানা শ্রমিক জোটের সভাপতি সামিয়া চাঁদ জুই, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, ঢাকা মহানগর আবাসিক হোটেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আকবল আলী প্রমূখ।