Home জাতীয় শ্রমিকদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা বন্ধের আহবান।

শ্রমিকদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা বন্ধের আহবান।

29

ডেস্ক রিপোর্ট: অত্যাবশ্যকীয় সেবা আইনের বিল প্রত্যাহার করে অত্যাবশ্যকীয় সেবার নামে শ্রমিকদের ধর্মঘট আহবানের অধিকার হরণের প্রচেষ্টা বন্ধ করার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরের উদ্যোগে আজ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোব মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাঈম খান বিপ্লব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, নির্বাহী সদস্য রাহাত আহমেদ, এস.এম. কাদির, এ্যড, ফারুক হোসেন, বাবু হাসান, ফজলুল হক শাহিন প্রমুখ।
নেতৃবৃন্দ, শ্রম প্রতিমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার বিল উত্থাপনের নিন্দা জানিয়ে বলেন, আজকের শ্রম প্রতিমন্ত্রী একসময় শ্রমিক নেত্রী ছিলেন। আজ তিনিই সংসদে শ্রমিকদের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে অর্জিত ধর্মঘট আহবানের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার বিল উত্থাপনের মাধ্যমে তার পরিচয় কে প্রশ্নবিদ্ধ করেছেন।