Home সারাদেশ শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

শেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

61

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় শেরপুর জেলার পাঁচ উপজেলায় ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে।
এবছর সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় শেরপুর জেলায় ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও সেখানে প্রথম দিনের পরীক্ষায় এসএসসি ১২১ জন, এসএসসি (ভোকেশনাল) ৬টি কেন্দ্রে ৭২ জন এবং দাখিল পরীক্ষায় ১৩৬ জনসহ ৩২৯ জন অনুপস্থিত ছিল।
শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের এসএসসি নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ২০২২ সালে শেরপুর জেলায় এসএসসি ১২টি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৬০৬ জন, এসএসসি (ভোকেশনাল) ৮টি কেন্দ্রে ১ হাজার ৪২৯ জন এবং দাখিল ৫টি কেন্দ্রে ২ হাজার ৮২০ জনসহ ২৫টি কেন্দ্রে ১৮ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৫২৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
এবছর ১৯ জুনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে সম্প্রতি বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয় তা পিছিয়ে ১৫ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করে। এদিকে শেরপুর জেলায় পরীক্ষার প্রথম দিনে সকল কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।