Home সারাদেশ শেরপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত।

শেরপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত।

19

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে শেরপুর জেলা বন বিভাগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়।”সুস্থ শরীর সুস্থ মন যদি থাকে সমৃদ্ধ বন।এই প্রতিপাদ্য সামনে রেখে ২১ মার্চ ২০২৩ ইং মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর জেলার নালীতাবাড়ী উপজেলায় অবস্থিত মধুটিলা ইকোপার্ক রেস্ট হাউসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন,জনাব সুমন সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন- জনাব এ. এইচ. এম. মোস্তফা কামাল, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নালিতাবাড়ী উপজেলা শাখা।
জনাব মনজুরুল আলম, রেঞ্জ কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর।
জনাব রফিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা, মধুটিলা রেঞ্জ, ময়মনসিংহ বন বিভাগ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় সাধারণ জনগণ ও ইআরটির (Elephant Response Team) সভাপতি গণ উপস্থিত ছিলেন ।