Home সাহিত্য ও বিনোদন শিল্পকলায় প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব

শিল্পকলায় প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব

37

স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাম্প্রতিক প্রকাশিত ১৫টি গ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন করা হয়েছে। ২৬ অক্টোবর জাতীয় চিত্রশালা মিলনায়তনে একাডেমির প্রকাশনা ও গবেষণা বিভাগের সহযোগিতায় বিকাল ৫টায় উৎসব অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব মো. আসাদুজ্জামান এবং অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত গ্রন্থসমূহের উপর সংশ্লিষ্ট লেখক ও গবেষকগণ পর্যালোচনা করেন।

নিজের লেখা ‘৫মঞ্চানুবাদ’ গ্রন্থের পর্যালোচনা করেন আবদুস সেলিম। লেখক সাইদুর রহমান লিপন এর ‘অভিনয় অনুশীলনের সূত্রসন্ধান ‘; মুহাম্মদ ফরিদ হাসান এর ‘ সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতিতে বঙ্গবন্ধূ’; মনি হায়দার এর ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’; সনজিব দাস অপু এর ‘চারুকলায় বাংলাদেশের গণআন্দোলন’; নিগার চৌধুরীর ‘প্রাচীন বাংলা এবং বাঙালির কাব্যে নৃত্য’ এবং দেশ প্রেমের কবিতা ‘ বাংলাদেশের পঞ্চাশ’ গ্রন্থগুলোর লেখকগণই পর্যালোচনা করেন। লিয়াকত আলী লাকীর সম্পাদিত আটটি গ্রন্থ ‘আমি ও আমার শিল্প জীবন’; ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ-2’; ‘জন্মশতবর্ষে বঙ্গবন্ধু’; ‘বঙ্গবন্ধুর উপর রচিত গ্রন্থের পাঠ পর্যালোনা’; ‘ বাংলাদেশ আট বিভাগ সাংস্কৃতিক বৈশিষ্ট , মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা’; ‘ জেলার সাংস্কৃতিক বৈশিষ্ট , সাংস্কৃতিক মনীষী এবং সংস্কৃতিজনদের জীবন ও কর্মকথা-১ ও ২’ এবং ‘সার্বজনীন লালন’ গ্রন্থগুলো পর্যালোচনা করেন যথাক্রমে শাওন আকন্দ, সৈকত হাবীব, ড. মাসুদুজ্জামান, জাকির তালুকদার, রঞ্জনা বিশ্বাস, ফয়সাল আহমেদ ও শামস সাইদ এবং সৈয়দ জাহিদ হাসান। চিত্রশালা মিলনায়তনের সামনে লবিতে প্রকাশনা সমূহের প্রদর্শনী করা হবে।

আলোচনার মাঝে মাঝে চলে সাংস্কৃতিক পরিবেশনা।