Home সাহিত্য ও বিনোদন ” শিরোনামহীন – ১১১ “

” শিরোনামহীন – ১১১ “

37

।। গোলাম কবির ।।

একটা সাপ ঘুমের মধ্যে আমাকে
প্রত্যহ দংশন করে, নীল হয়ে আসে শরীর,
দংশিত আমি ঘুমের ভিতরে চিৎকার করে
উঠি, আমার চিৎকার কেউ শুনতে পায় না।
একটা দুঃখ বোধ সব সময় আমাকে তাড়িয়ে নিয়ে যায় সেই উঁচু পাহাড়ের
চূড়ায়, যেখান হতে পড়লে আর
কখনো অহল্যা ঘুম ভাঙবে না।
একটা ক্রোধের আগুন সবসময়ই
জ্বলতে থাকে মগজের ভিতর,
তাড়াতে চাইলেও পারি না।
একটা মোহ আমাকে আচ্ছন্ন করে রাখে
সর্বদাই, যাকে আমি এড়াতে পারি না।
আমি সেই সাপ, সেই দুঃখবোধ,
সেই ক্রোধের আগুন আর
মোহ থেকে মুক্তি চাই,
মুক্তি দাও প্রভূ আমার।