Home সাহিত্য ও বিনোদন ” শিরোনামহীন -১০৯ “

” শিরোনামহীন -১০৯ “

29

।। গোলাম কবির ।।

কৃষ্ণচূড়া চোখের আগুনে ঝলসানো
অন্ধরাত্রি আরো গাঢ় হয়,
শীতের দীর্ঘ রাত্রি জাগা ক্লান্তি ভূলে
পথিক হেঁটে চলে ধীর পায়ে,
তারাদের মেলায় হারিয়ে যায়
অপ্রাপ্তির দীর্ঘতম নদী।
তারপর বহুদিন কেটে যায়
পথিকের ভালোবাসার পানশালার খোঁজে,
যেখানে আকণ্ঠ ভালোবাসার সোমরস পানে
জুড়াবে হৃদয় কিন্তু যেদিকে তাকায়
হেমলক শুধু ডাকে,
আয়,আয়, কাছে আয়!
অবিশ্বাসের ডানা মেলে ভালোবাসাহীন
রাত্রিদিন মরা নদীর শ্মশানঘাটের
পোড়া চন্দন কাঠ সৌরভের ফাঁদ পেতে
আঁকড়ে ধরে যুগল পায় ,
পথিক শুধু নভোচারীর মতো ভেসে চলে
ভালোবাসার খোঁজে, ক্লান্তি হীন, রাত্রি দিন।