Home শিক্ষা ও ক্যাম্পাস শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময়

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময়

33

স্টাফ রিপোটার: নতুন কারিকুলাম-শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ।

শুক্রবার বিকালে সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ হাজার অভিভাবক উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে। তিনি বলেন, পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।

মতবিনিময় সভায় আলোচকরা অভিভাবকদের জানান, প্রতিদিন-প্রতি সপ্তাহের মূল্যায়নের জন্য প্রতিটি শিক্ষার্থীর প্রতিদিন স্কুলে আসা জরুরী। অন্যথায় ওই শিক্ষার্থী পিছিয়ে পড়বে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে হবে। এছাড়াও মানসম্মত শিক্ষা অর্জনের জন্য অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের সঠিক পাঠদান করানোসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।

সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিংবডির সভাপতি ও ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. সামসুদ্দিন ভূইয়া সেন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিংবডির সদস্য মো. জাহাঙ্গীর আলম, সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজের প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক আবদুল মতিন, দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক সোহরাব হোসেন ও প্রাথমিক শাখার ইনচার্জ আলমগীর হোসেন মোল্লাসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।