Home শিক্ষা ও ক্যাম্পাস শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

29

স্টাফ রিপোর্টার : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লে‌ছেন, “বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃ‌ত্বাধীন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে ব্যাপক কাজ করেছে।”

র‌বিবার (২৫ ডি‌সেম্বর) দুপু‌রে রাজধানীর ডেমরা থানার সারু‌লিয়া এলাকায় মা মে‌মো‌রিয়াল ম‌ডেল একা‌ডেমীর ৩০ বছর পূ‌র্তি উপল‌ক্ষ্যে প্রাক্তন ছাত্রছাত্রী‌দের পূণ‌র্মিলনী উৎসব অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

পূণ‌র্মিলনী উৎসব ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ্ব আবু হা‌নিফ মোল্লা’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন, ডেমরা থানা আওয়ামীলী‌গের সাধারন সম্পাদক ম‌শিউর রহমান মোল্লা সজল, বাংলা‌দেশ আওয়ামী লী‌গের আন্তর্জা‌তিক বিষয়ক উপক‌মি‌টির সদস্য নেহরীন মোস্তফা দি‌শি, ঢাকা দ‌ক্ষিন সি‌টি কর‌পো‌রেশ‌নের ৬৮ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর মাহমুদুল হাসান প‌লিন, মা মে‌মো‌রিয়াল ম‌ডেল একা‌ডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর হো‌সেন হাওলাদার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিএমপি, ঢাকা’র সাব-ইন্স‌পেক্টর আব্দুল্লাহ আল মাসুুদ, মা মে‌মো‌রিয়াল ম‌ডেল একা‌ডেমীর পূণ‌র্মিলনী উৎসব ক‌মি‌টির আহবায়ক মোহাম্মদ শাহ আলম সহ অনেকে।