Home স্বাস্থ্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না দিয়েও টাকা দিলেই মিলছে করোনা সার্টিফিকেট

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা না দিয়েও টাকা দিলেই মিলছে করোনা সার্টিফিকেট

66

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দিয়েও ৫-১০ হাজার টাকা খরচ করলেই মিলছে করোনা সার্টিফিকেট।

সূত্র জানিয়েছে, করোনার এক ডোজ টিকা না দিয়েও অনায়াসে ৫ থেকে ১০ হাজার টাকা খরচ করলেই পেয়ে যাচ্ছেন করোনা সনদ কিছু অসাধু লোক ও নাভারনের কয়েকটি স্টুডিওর দোকারের সাথে কয়েকজন চিকিৎসক হাত মিলিয়ে দীর্ঘ দিন এই কাজ করে যাচ্ছে। সূত্র বলছে গেল মাসে ৩০-৪০ হাজার টাকা এভাবে তারা হাতিয়ে নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন তার পরিচিতি এক ব্যক্তির মাধ্যমে নাভাররণ থেকে টিকা দেওয়া ছাড়াই ৩৫০০ টাকা খরচ করে পেয়েছেন করোনা সনদ।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইউসুফ জানান, প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে