Home রাজনীতি শহীদ বুদ্ধিজীবীদের আত্মা কষ্ট পাচ্ছে : ফরহাদ

শহীদ বুদ্ধিজীবীদের আত্মা কষ্ট পাচ্ছে : ফরহাদ

19

স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে স্বাধীনতার জন্য দেশের বুদ্ধিজীবীদের জীবন দিতে হয়েছে আওয়ামী লীগের দুঃশাসন ও একনায়কতন্ত্র শাসনের জন্য তাদের আত্মা শান্তিতে নেই। দেশের এই দূরাবস্থার কারণে তাদের আত্মা কষ্ট পাচ্ছে। তিনি বলেন, এ সরকারের কাছে জ্ঞানীজন, বিশিষ্টজন এবং জাতির বিবেক কারও মূল্যায়ন নেই।

বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ফরহাদ বলেন, যে জাতি মেধাবী ও গুনীজনকে মূল্যায়ন করতে পারে না, তারা অভাগা জাতি। আওয়ামী লীগ এদেশকে অভাগা জাতিতে পরিণত করেছে। আজকে দূর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাসীদের নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। জন ধিকৃতদের এমপি বানাচ্ছে, পাশাপাশি সম্মানিত ও মেধাবীদের রাষ্ট্রের কাছে হেয় প্রতিপন্ন করছে। এ জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সরকার তাই করছে।

এসময় জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, মহাসচিব আব্দুল বারেক, এনপিপি মহানগর সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।